হৃদমাঝরে লুকিয়ে সুপ্ত ইচ্ছের দল
লুকোচুরির খেলায় মগন অবিরাম
অতিক্রান্ত হল অনেক কাল  
মনের কথাগুলো বলে ফেলব ভেবেছি আজ
হৃদয় থেকে নির্গত কথাগুলো মুখ মোহনার পথে
কোথাও যেন হারিয়ে যায় চিরতরে
নিরন্তর ব্যস্ত থাকি খুঁজে পেতে তাদের
কিন্তু পথই যদি যায় নিরুদ্দেশে  
তবে তাদের খুঁজি কোন মোহনায়?  
  
তবুও দিশাহীন কথাগুলো চির অপেক্ষায়
বাঁধের ওপারের শক্ত পাহারায়  
অনন্তহীন অপেক্ষায় তারা এক পথিকৃৎের
যদি সে দেখায় মুক্তির পথ।