চোখ মেলে দেখি আশেপাশে
নিকট থেকে দূর বহুদূর পর্যন্ত
ছড়িয়ে ছিটিয়ে শুধু ধর্মীয় সৈনিক
মনে হচ্ছে দেশে নতুন ঋতুর আবির্ভাব।

দ্বেষ বিদ্বেষের হিসেব নিকেশ
লেখা আছে কড়াই গণ্ডায়
নিশ্চিত একদিন আসবে সেদিন
ঈশ্বর-আল্লার রোষ থেকে
ভন্ডদের বাঁচাবে কে?

সেই অপরিচিত মুখগুলো
কেই বা তারা? আর তাদের পরিচয়?
কিসের স্পর্ধায় ছিনিয়ে নিতে চাই স্বাধীনতা
ভুলেও জিজ্ঞাসা করো সে-জনে
মাটির কোন অংশ ভিজেছে
তাদের বলিদানের রক্তে।

অভুক্ত শিশু, মানেনা ধর্মের বেড়া
সে তো ভাগ্যবান
মসজিদের সুস্বাদু ক্ষীরের সাথে
মন্দিরের লাড্ডুরও মজা পায়
অভুক্ত সে, ধর্মের ভেদাভেদ বোঝে না।


* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে।