আজকাল এক বড়ই অদ্ভুত হাস্যকর প্রশ্ন
উঁকি দেয় মনের কোণে
প্রায়ই ভাবি আস্কারা দেবো না শক্ত হাতে শাসন করবো
প্রশ্নখানি অতীব উৎসুক, নিরন্তর খোঁচা দেয় মনে
এখন তার নিত্য আনাগোনা দিব্য স্বপ্নেও।
অতিক্রান্ত হয়েছে বেশ কিছু পক্ষকাল
আশ্চর্য, এখনও ধোঁকা দেই নি কেউ
কি জানি কেন ধোঁকার হাত থেকে বঞ্চিত?
বড়ই আশ্চর্য লাগে,
ধোঁকা কেন দিচ্ছে না কেউ।
উত্তরের সন্ধানে,কেটেছে অনেক বিনিদ্র রজনী
সামান্য ছোট্ট অতি সাধারণ একটি প্রশ্ন
তবুও তার সদুত্তর এখনও অধরা
ভাবি তবে কি আপন জনেরা হারিয়ে গেছে?
না পৃষ্ঠ হয়েছে অহিংসার বাণীর তলে
না তারা সঠিক সুযোগের অপেক্ষায়
ঠিক মোক্ষম সময়ে ধোঁকা দিয়ে
ছিন্নভিন্ন করবে হৃদয়ের অন্তরঙ্গ।
অপেক্ষায় আছি...।