মোজা জোড়া বেশ গোলমাল পাকিয়েই ছাড়ল
এ-পায়ের মোজা ওপায়ে,
ও-পায়ের মোজা এপায়ে
বেশ তো জমেছে ডান-বামের বিপত্তি!!
একটু স্বস্তিতে পৃথিবী
নতুন বিতর্কে ফিরে পেয়েছে প্রাণ
ভাগ্যের পরিহাসে সাথীহারা,একাকী
সূর্য্যের তির্যক হাসি কি ভাল্লাগে আর?
অহেতুক আদিখ্যেতায় ঘিন ঘিন করে গা
কে ঘুরে, আর কেই বা ঘোরায় ?
সে বিতর্ক দীর্ঘ দিনের, তার ফয়সালা বাকি।
জোয়ার-ভাটার, ক্রমবর্ধমান দ্বন্ধ থামেনি
গর্জন, হুঙ্কার, পরিশেষে শান্তি বর্ষণ
আশ্চর্য লাগে প্রকৃতির খেলা।
সব কিছুই যেন উল্টাপাল্টা।
কে আগে? দিন না রাত!
কে উত্তম? সুপ্রকাশ জ্যোতি না রাতের নিরিবিলি
দিনের তপ্ত বাতাস না রাতের ঝিঁঝির ডাক
দুপুরের লেলিহান স্পর্শ না মধ্য রজনীর জোছনার হাসি
সে ফয়সালাও বাকি।
গুণীজনের মুখে শুনেছি
যেখানে উনিশ সেখানেই বিশ,
যদিও অতি অল্প তফাৎ
কিন্তু বিশ কি মেনেছে হার?
মগজে বিস্তর পড়েছে জোর
কিভাবে উনিশ আর বিশ এক
সে ফয়সালাও বাকি।
বিতর্কিত বহু সমস্যার ফয়সালা এখনও বাকি
এরই মাঝে ডান-বামের বিপত্তি
কোন পায়ে কোন মোজা ভাবতে দাও তারেই
সে তো এসেছে বিলোতে খুশি
উভয় পায়েই খুঁজে নেই জীবনের সব খুশি।।