অল্প কিছু আশা জড়িয়ে বুকের মাঝে
দ্রুত বেরিয়ে পড়েছি ভাগ্যের অন্বেষণে
সম্বল এক ছোট্ট কেরায়ার কুঁডেঘরের আশিয়ানা
পাষাণ হৃদয়ের ঠুনকো শহর মাঝে।
দিন প্রতিদিন অল্প অল্প অমূল্য শ্বাস-প্রশ্বাস
বেচে কিস্তিতে মেটাচ্ছি ন্যায্য ভাড়া
অদৃশ্যের সাথে প্রতিনিয়তের ছায়াযুদ্ধে
ক্লান্ত পরিশান্ত একাকী সৈনিক আমি।
ক্লান্ত মন বিভোর অদ্ভুত স্বপ্নের বাস্তবায়নে
নিদ্রাহীন রাত কাটে মাদুরের শক্ত বিছানায়
ঘুমহীন ক্লান্ত আঁখিজোড়া বিদ্রোহে সামিল
খোশখেয়ালের স্বপ্ন দেখবে কি করে।
কনিক্ষের মত কাটা দুটি অদৃশ্য হাত
প্রতিনিয়ত তাণ্ডব করে রাতের গহীন অন্ধকারে
নিঝুম রাতের স্তব্ধতা ভেঙে খানখান
মনের কোণে জমা অবাঞ্ছিত চিন্তনদের প্ররোচনায়।
এক বর্ষমুখর রাতে বজ্রের তাণ্ডবের পরিশেষে
কতদিনের ক্লান্ত আঁখি জুড়ে এসেছিল একটু ঘুম
সেক্ষণে কিছু পরীর দল এসেছিল সুন্দর আশিয়ানার খোঁজ নিয়ে
কিন্তু ভীত নরম কাহিল হৃদয়খানি পারেনি সে আবেদনে সাড়া দিতে।