সবুজ মন,
কিন্তু বার্ধক্যের ছোঁয়া তনে
ত্বকেও অল্প অল্প ভাঁজের আগমন
শুক্লপক্ষে সেই কবেই হারিয়েছে বসন্তের কোকিল
অবশেষে যৌবনের অন্তিমলগ্নে এলো বোধোদয়
হয়তো জানলাম ছায়ার মাহাত্ম্য।
ছায়া,জীবনের প্রতিবিম্ব
নিত্য ফিরে দেখি দর্পণে
হারানো দিনগুলো
কিন্তু ছায়াও নাকি বিশ্বাসঘাতক!
পালটে যায় মুহূর্তে-মুহূর্তে, প্রতিমুহূর্তে
তাইতো ছায়ায় আর বিশ্বাস নেই
কেননা, ছায়ার আয়ু স্বল্পস্থায়ী
আর সূর্যের দিকও তো
বদলাতের থাকে প্রতিনিয়ত
সময়ের সাথে সাথে।
* তন - অঙ্গ