নাঃ অনেক গোঁসা করেছি
অনেক ক্লেশ জমেছে বুকের মাঝে
অভিমানেরও কার্পণ্য রাখিনি কিছুই বাকি
হাত তুলে, নতজানু আর নতমস্তকে
নিভৃতে, একাকি, অশ্রুজলে
অকাতরে কতই না চেয়েছি।
প্রার্থনায় বন্যায় ভেসেছে কত বিনিদ্ৰ রাত্রি
তবুও কি পেয়েছি কিছু প্রতিদানে?
না পাওয়ার পাহাড় জমেছে মনের সমতলে
অবাক নয়নে চেয়ে দেখি আশেপাশে
শুধুই বিশালাকার না পাওয়ার উঁচু উঁচু ঢিবি।
বড়ই বিচিত্র মানব জাতি
ততই বিচিত্র তার মন
অদ্ভুত স্বভাবের একছত্র অধিকারী
ঈশ্বরের নাকি শ্রেষ্ঠ দান সে
তবুও কেন শুধুই
চাই চাই চাই আর চাই এর খায়
অন্তহীন এ চাই এর কি নেই কোনও বিরাম।