এই তুমি
কখনও তুমি খুশিতে লাস্যময়ী
কখনও তুমি দিঘীর শান্ত জলের মত ধীরস্থির
কখনও তুমি ঝর্ণার মত ঝরোঝরো চঞ্চলা নারী
কখনও তুমি জ্যোৎস্না স্নাত রহস্যময়ী রুপোলি কন্যা
কখনও তুমি হীরের মত বজ্রকঠিন শক্তিশালী নারী।
এই তুমি
কখনও দেখি তোমার মুখে দুষ্ট হাসি
কখনও দেখি তোমার মুখে মিষ্টি হাসি
কখনও দেখি তোমার মুখে দয়ার সাগর
কখনও দেখি তোমার মুখে উদাসীর কালো বাদল।
আর বৃষ্টি
সে তো তোমারই রূপ
তোমার রূপে বৃষ্টি আর বৃষ্টির রূপে তুমি।