বারান্দার জংধরা গ্রিলের ওপাশে
যৌবনের অন্তে কামাতুর অবেলা
বিবর্ণ প্রকৃতির কষ্টের কথামালা
নির্লিপ্ত ভঙ্গিতে ঝরে পড়ে
দ্বিধাহীন উৎসর্গ বিলাসী পুষ্প
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড
অনাদরে পড়ে আছে ক্লেদ আর কষ্ট।
আকাশ ডাকে শীতল স্পর্শে
নিজস্ব পাগলামির অপার ডাকে
গভীরের কাঙালপনা নির্লজ্জ হাসে
হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ে এক ঝাঁক বৃষ্টি
জোনাকি জলে মনের আয়নায় দীপ্ত
শুকিয়ে যাওয়া শহরের অলিগলি
ধুয়ে মুছে যায় অনেক অজানা রক্তের দাগ
অগুনিত ইচ্ছের ফানুস উড়ে যায় নীরবে
বাসের বাদুড় ঝোলা মানুষের সাথে, সাথে
আজ বুঝি মুষলধারে
ভেসে যায় কলম্বাসের সাধের স্বপ্ন
আর আলপটকা সম্পর্কের টান ।
এখনও মুষলধারে বৃষ্টি ঝরছে
জংধরা গ্রিলের ওপাশে
যত বেখেয়ালি নোংরা আবর্জনা নিঃশব্দে
ধীরে ধীরে এগিয়ে চলে সমুদ্র অভিমুখে।
* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে।
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।