দুটি অণু কবিতা।।
1।
অগুনিত পথিক পেয়েছি চলার পথে
আগ বাড়িয়ে প্রস্তুত ছিল সকলেই
আমার ছোট্ট ছোট্ট ভুলগুলো
চোখে আঙুল দিয়ে দেখাতে।
কিন্তু পেলাম না কোনও সমব্যথী
যে আমার বিবশতার খোঁজ রাখে।
2।
অনেক হেরেছি জীবনে
কখনো স্বেচ্ছায়
কখনও বা বিবশতায়
অনেক হয়েছে আর নয়
এখন শুধু জিততেই চাই
দেখতে চাই
কত শক্তিশালী জীবন
আর পরাজয়ের কায়া কত দীর্ঘ।