হাট করে খোলা বাকরুদ্ধ দরজা
ঠিক হাতের মুঠোই ঈশ্বরের ঠিকানা
উৎফুল্ল মনে লেপ্টে নতুন জোয়ার
প্রাচীরের ওপাশের নিষিদ্ধ পৃথিবী
রাত ছিঁড়ে এক টুকরো আলো
গড়াগড়ি খায় আঙিনার মধ্যখানে
চলতে থাকে লুকোচুরির খেলা।
দু চোখের মাঝে সৃষ্টির রহস্য
আরও একবার দেখতে চাই
নক্ষত্রদের লীলা রাতের আঁধারে
ভেঙে গেছে শিরদাঁড়ার অতল গিরিখাত
কোমল পেশির মিথ্যা আস্ফালন
রূপের আড়ালে যেন ফ্যাকাসে
দহনে ছারখার প্রত্যাশার রঙিন স্বপ্ন
শুষে নেয় জীবনের সজীব রস
বদলে গেছে অকাল ঋতু
ব্যর্থ আজ জাগার মাঝে অনেক অতীত।