পুরোনো দালানের ঘুলঘুলিতে হারিয়ে
বিগত দিনের চাপা আর্তনাদ,
কচুরিপানার মড়াকান্না অদ্ভুত ঠেকে
কালো জলের নিশ্চিত আশ্রয়ে।
শেষের চিঠিখানি অনাদরে পড়ে
ধুলোমাখা জীর্ণ টেবিলের দেরাজে
লুকিয়ে বিগত দিনের চাপা কষ্ট।
মলিন ছেড়া নকশিকাঁথার একরাশ বিরক্তি
এখনও সেই চেনা ছকেই,
কালু মিয়ার দুলহনরুপী ভটভটিখানি
কালো ধোঁয়া ছেড়ে এগিয়ে যায় সগর্বে!!
ইদানিং, হাঁপানি রোগের প্রকোপ বেড়ে গেছে
হাসপাতালগুলোতেও স্থানের অকুলান।
এত রক্তপাত? হুল্লোড়পনা!!
অর্থের লোভে মনিবের শ্বাসরোধ
ফেসবুকে লাইভ হয়ে আত্মহত্যার নব্য প্রবণতা
বিভ্রান্ত যমরাজ!! আত্মহত্যা না স্বর্গীয় মৃত্যু।
নতুন যুগের অশনি সংকেত!!
না বিবর্তনের অচেনা রূপ।