প্রবাহের ধারা অবরুদ্ধ
চির-বিকৃত মনের স্থিতি,
লুকাবে কোথায় সংকীর্ণ ধরায়
সযত্নে সত্যতার প্রাণকে ।
কুকীর্তি, ক্রুরতার রথে চেপে
দাঁড়িয়ে জগসমগ্ৰ বেড়ি হাতে
অধীর অপেক্ষায় ডানাদুটি বাঁধার
নিবৃত্তে,স্বপ্নের উড়ান চিরতরে।
শুনো হে সময়ের বিবর্তন
ক্ষান্ত হও পরিবর্তনের আবহে
সজীব সকাল আলোয় ঝলমলে
তুফানের বিহিতের লগ্ন শিয়রে।