কিছু বোঝানোর,
কিছু জানার,
অবাঞ্ছিত অভ্যাস
রোমাঞ্চিত করে তোলে মম অন্তর।
তার প্রতিটি ক্ষণে বেঁচে থাকে
জয়ের খুশি আর পরাজয়ের গ্লানি,
পুনর্মিলনের অন্তহীন উচ্ছ্বাস
ও হারানোর তীব্র যন্ত্রণা।
সফলতা-বিফলতা,
আশা-নিরাশা, সুখ-দুঃখের
অনুভব আর সমবেদনা জেগে উঠে হৃদে
প্রবাহিত হয়
গভীর থেকে গভীরতর হৃদয় গহ্বরে।
ভাবলেই বড় অদ্ভুত ও সুন্দর লাগে
শিহরণ জাগে শিরায় শিরায়,
রোমাঞ্চিত হয় জীবন-প্রাণ।
আত্মা যেন মহাশূন্যে বিলীন
বিচরণে মগ্ন সাদা মেঘের ভেলায়
আবিষ্কার করি অপার্থিবদের ভিড়ে।
চিন্তা ভাবনাগুলো যেন মৃতপ্রায়
ইচ্ছে-শক্তি কঙ্কালসার,
ভাবতে ইচ্ছে করে,
জানতে ইচ্ছে করে বারবার
বেঁচে আছি না মৃত জড়বস্তু ।
বেঁচে আছে এখনও সুপ্ত ভাবনার আগুন
এই তো বেঁচে থাকার নিশ্চিত প্রমাণ।