পড়ে থাকা পাণ্ডুলিপির মত
মনের দৈন্যতা চোখে পড়ে নিত্যদিন
নেই কোনও ব্যক্তিগত পরিচয়টুকুও
আগামীতে নিশ্চিৎ পরিচিতির বাসনা আছে।
সৃষ্টির কথা নাই বা আসে গচরে
সৃষ্টর লক্ষ্যে এগিয়ে যাচ্ছি প্রতিদিন।
একটা নীল রঙের ইক্কত শাড়ি
বৃদ্ধি করেছে শরীরের রক্তের প্রবাহ
স্বপ্নের উর্বশী লেপ্টে শ্বেত পদ্মের শরীরে
শুষে নেয় শরীরের সব মায়াবি রোদ
এক এক ফোঁটা ঘামের গন্ধ,
লেগে আছে শরীরের অষ্টেপিষ্টে
আর গন্ধের তীব্রতা ক্রমেই বেড়েই চলেছে।