বন্ধন,
তারে সহজেই যায় বাঁধা
শক্ত বাঁধনের বাঁধনে
তবুও সামান্য ছোট্ট প্রচেষ্ঠায়
ভেঙে যায় মুহূর্তে চুরচুর করে।

সম্বন্ধ 
তৈরি হয় অজান্তে ধীরে ধীরে
যারে রাখা যায় বেঁধে
সারাটি জীবন বিনা বাঁধনের বাঁধে
তবুও করা যায় না আলাদা তারে
ঠুনকো প্রচেষ্টায় কখনো।