আনাজ পাতির ভাঁড়ার শূন্যের কোঠায়
একশো চুয়াল্লিশ ধারার আজ তৃতীয় দিন
পথের ধারে বসে ভাবলেশহীন এক ভবঘুরে
আবহের আকস্মিক পরিবর্তনে কিঞ্চিৎ চিন্তিত
গত দু-দিনে অন্নের দেখা মেলেনি
এক টুকরো রুটির অপেক্ষায়, এখনও
সে যে নিরক্ষর,
কিছুই রাখেনা খোঁজখবর
কিসের ধারা?
কেন শুনসান অলিগলি?
কে ছিল বাবর?
আর অযোধ্যাই বা কোথায়?
মন্দির আর মসজিদই বা কি?
সে তো চেনে শুধু এক টুকরো রুটি
আর জানে উচ্ছিষ্টে পেটপুরে ভাতের মহার্থ।



* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে।
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।