১।
একদা, অহোরাত্র করেছি সহস্র ভুলভ্রান্তি
হৃদয়ের সাথে জুড়েছি এক নিষ্প্রাণ আনন।
নিয়মানুসার নিত্য-রোজ অঙ্গীকার করে চলেছি
তারে ভুলে, বাঁচার উপায় খুঁজে পেতে।।

* আনন -- মুখ/ চেহেরা

২।
অনায়াসেই পড়েছি লেখাগুলো
খোদিত আছে সহজ লিপিতে তোমার মুখমন্ডলে।
সদা হাসিমুখে সামলানোর ভান করেছ অহরহ
কিন্তু, বিরহের অশ্রুবর্ষণ কেন নিভৃতে।।