১।
হুল ফোঁটার পীড়া
এখনও তরতাজা
হৃদয়ের প্রতিটি কোণে কোণে
কিন্তু অবুঝকে বোঝায় কেমনে
এখনও সে অপেক্ষায় সাক্ষ্য-সাবুদের।
২।
পরিপক্কতার আশা রেখেছিলাম একদিন
অগাধ ভরসা ছিল সেদিন।
আজ সহজেই অনুমেয় করি
অতি সহজেই বুঝতে পারি
মিষ্টি-বাণের তিক্ত স্বাদ
সুমিষ্ট কথার আড়ালে লুকিয়ে থাকা শব্দের স্বদার্থ।
সত্যি সত্যিই পরিপক্কতা এসেছে জীবনে।