1।
সকালের প্রাণবন্ত বিশুদ্ধ বাতাস
বুলিয়ে যায় শীতলতার আলতো পরশ
শরীর ও মনে,
বেশ লাগে সে আলতো ছোয়া
আর ছোট্ট ছোট্ট খুশিগুলো সাঁতার কাটে
মৃদু বাতাসের তরঙ্গের সাথে সাথে।
অল্প অল্প ভেজা বাতাস,
একটু আলাদা গন্ধ বাতাসে
একটু যেন নোনতা নোনতা
নিশ্চিত কারও অশ্রুকণায় ভিজেছে
কিন্তু কার অশ্রুজলে?
2।
চোখের জলে ভাসালে হৃদয় মোর
দুঃখের সাগরে ভাসালে প্রাণ মোর
কত আর কাঁদাবে তুমি, কাঁদাও,
তবে মনে রেখো
নোনা জলের আস্ত এক সাগর লুকিয়ে
দুচোখের অলত গভীরে।
যত খুশি ফেলি চোখের জল
নিভৃতে, একাকী, সুখে দুঃখে
কখনই হবে না খালি।