স্মৃতির কোল তন্নতন্ন হাতড়ে
খুঁজে বেড়াও কেন বিবর্ণ কথাগুলো
ঘোলাটে ছায়ার আচ্ছাদনে প্রোথিত আছে সেগুলো
মনে করার বৃথা চেষ্টায় শুধুই পাবে ক্লেশ।
ভুলে যাও কালজীর্ণ ক্ষণগুলো
মুছে ফেল সে স্মৃতির দেরাজ চিরতরে
ভেবেই নাও, ছিল হয়তো নিছক কোনও দুর্ঘটনা মাত্র
যা ঘটে আকছার-অহরহ,
তবেই পাবে খুঁজে
মনের কোণের অন্তর্হিত শান্তির ছটা ।।