ক্লান্তির ছোঁয়া লেগেছে আজ তোমার নয়নদ্বয়ে  
নিখোঁজ হয়েছে দ্যুতির ত্যাজ তোমার সুনয়নে  
কেন আজ শান্ত সে আঁখির তীব্র চাহনি
কোন অজানা পথে দিয়েছে পাড়ি সে নয়নের মিষ্টি হাসি।

কাজল রাঙানো প্রলুদ্ধিত তোমার নয়নে
নেইকো আজ স্বপনের কোনও সাজ
নেইকো কোনও অভিমান তথা ভালবাসার লক্ষণ
আর খুনসুটির ইচ্ছেগুলোও সমাহিত অতল ঘুমে।  
.
কেন  চোখের মাঝে কালো রক্তে লেখা শুধুমাত্র  
তমসাচ্ছন্ন নিরাশ জীবনের অসমাপ্ত উপাখ্যান?    
ভরে নাও নতুন ঊষার আলোক সে নয়নজুড়ে
অনন্তহীন প্রতীক্ষায় যে আঁখি জোড়া নব বসন্তের সু-আগমনে।