আমি এক ক্ষণ
সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ
হয়তো মূল্যহীন অবাস্তব অস্তিত্ব,
রাত আর দিন
সময়ের অভিশ্রাপে,
যারা কখনোই পারেনি এক হতে
পারেনি পিরোতে মিলনের গাঁথায়
আমিই সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষণ
সক্ষম দিনকে সেই রাতের সাথে মেলাতে,
সক্ষম প্রতিটি মুহূর্তে
জীবনে নিরলস, নিঃস্বার্থে
খুশির ছোট্ট ছোট্ট বার্তা অকাতরে বিলোতে।
* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে।
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।