আমি আর আমার জীবন
একই মুদ্রার এপিঠ-ওপিঠ
এক চলে উত্তরের দিশায় তো
ওপর চলে দক্ষিণের অভিমুখে।
ব্যর্থ গেছে জীবনের নিরন্তর প্রচেষ্টা
ব্যর্থ গেছে আমারও সর্ব শক্তিবল
উভয়ে দাঁড়িয়ে আছি সেই একই বিন্দুর মধ্যিখানে
পারিনি কেউ কাউকে নূন্যতমও বদলাতে।
অনেক জিদ্দি এ জীবন, ঠিক আমারই মত
কর্ণপাত করিনি কখনও একে অপরের কথায়
চলেছি আপন গতিতে আপন আপন পথে।
দুটি আলাদা আলাদা পথ
যার আলাদা আলাদা দুটি গন্তব্যস্থান
ভাবিনি কখনোই মিলেমিশে চলার কথা
স্বেচ্ছায়,জীবন বেছে নিয়েছে একটি পথ,অন্যটি আমি।
কেন জানি না, বারংবার মনে হয়
এত বিভেদ তবুও আমার প্রাণ প্রিয় এ জীবন
জীবন ছাড়া আমি কল্পনাহীন ,
আমি ছাড়াও অস্তিত্বহীন এ জীবন।
ভালোবাসার শক্ত গাঁটের বাঁধনসূত্রে বাঁধা শব্দ দুটি
শত বিভেদ ভুলে হাসি মুখে এগিয়ে চলেছে নিত্যদিন
হোক না পথ আলাদা আলাদা ক্ষতি নেই
কিন্তু ভাবনাগুলোর মাঝে যে কোনও বিভেদ নেই।