মিথ্যা সব আবদার
অন্যায় সব কাজকর্ম
অজানা অনেক অপকর্ম
পাড়া প্রতিবেশীদের নিত্য নতুন নালিশ
আরও অনেক ইত্যাদি ইত্যাদি...।
সব কিছুই জেনে শুনে
না জানার সরল ভাবখানি,
সব মিথ্যাকে সত্য ভাবার নিখুঁত অভিনয়,
শুধু তুমিই পারো, সব কিছু ভুলে
নিঃশর্ত, খাঁটি ভালবাসতে ।
আমার “মা “।।