দরজায় আলতো টোকা ছিল মায়াবী রাতের
আজকের দিনটিও ধীরে ধীরে বিলীন
ইতিহাসের পাতায় নিশ্চুপে লেখা হল আরও একটি দিন
খুব ঝলমলে ছিল সারাটাদিন,
কতই না খুশি ছিল সময়ের প্রতিটি ক্ষণ
তবুও জয়ী তমস।
একাকীত্বের মলিন চাদর জড়িয়ে আরও একবার
নিজেকে নিজের মাঝেই হারিয়ে ফেলি
দেখি খোলা চোখের সামনে দিয়েই
অতি মন্থর গতিতে এগিয়ে যায় আমারই অতীত
নির্জনতার কোলাহলে হারিয়ে গেছে
আমার শেষ কণ্ঠস্বর
আবেগের কাঁটাতারের সীমান্তে যুদ্ধরত
নয়ন জল আজি যুদ্ধে জয়ী
ভাঙা দর্পণের সামনে নিথর বসে আছি
নিরন্তর খুঁজি নিজেরই অস্তিত্ব
এখন সুপ্ত হয়নি ভালবাসার নদী
এখনও বাঁচার চেষ্টায় অবিরাম হৃদয়
কিন্তু ক্লান্ত পরিশান্ত ছোট্ট হৃদয় অনন্ত অপেক্ষায়।
নিশ্চুপ আছি, চুপচাপ বাক্যহীন
আলুথালু বসে আছি, ঠোঁটের মাঝে তবুও মিথ্যা হাসি
জানিনা এমনই কর্মহীন বসে বসে
ভাবতে ভাবতে কতই না সময় পেরিয়ে গেল।