জনশূন্য পথ আর গহীন রাত
অভিমানী একজোড়া উষ্ণ হাত
নিভৃতে মগন আদান প্রদানে
অভিমানের সব রাগ অনুরাগ
নীরবে নিঃশ্চুপে ঝরে যায়
বিরহের অগুনিত জোছনা ঝিরঝিরে
সাক্ষী রেখে আকাশে পূর্ণিমার চাঁদ।


* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে।