দিকে দিকে নতুন নতুন
শিমুল পলাশের দল।
বসন্তের ভরা যৌবনে
ধর্মান্ধতার দখিনা বাতাস
সমাজে মিলেমিশে একাকার ।

যথেষ্টই বিড়ম্বনার বিষয়
কোথায় যে গড়ায় সিন্ধুর জল
আর আগামী দিনের ইতিহাস
কি জানি, লিখিত হবে কোন ভাষায়?