উঠোনে পাতা খাটে হেলান দিয়ে
কালো আকাশে প্রতিবিম্ব নিয়ে প্রশ্ন জেগেছিল
কিন্তু দ্বিধা প্রকাশের অবকাশ ছিল না
চোখ জুড়ে ছিল শুধু ঘুম আর ঘুম।
কোল বালিশটা কানের পাশে চাপিয়েও,
মিঠে ঘুমের নেই হদিশ
উপরি পাওনা মশাদের চিমটি কামড়
তবুও নাছোড়বান্দা স্বপন।
আগামী স্বপ্নেরা ভিড় জমাতে শুরু করেছে।
ভোরের আলো ফোটার আগে
রাতের শেষ প্রহরেই দেখতে হবে
পাছে মোরগের ডাকে ঘুম ভেঙে যায়।