ছোট্ট নিষ্পাপ বালকের মত
হঠাৎ সেদিন অজান্তেই ভিজেছিলাম
অসময়ের বর্ষিত মুষলধার বৃষ্টির জলে
শুদ্ধতার ছোঁয়ায় আবেশিত ছিল হৃদমাঝর
বৃষ্টির জলের কোমল স্পর্শের যাদুমন্ত্রে।
কিন্তু ইদানীং লক্ষ করছি
এক অদ্ভুত রোগের নিরন্তর প্রকোপ
ক্রমে ক্রমেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মনের কোণে।
ভুলে যাওয়া পুরোনো কথাগুলো
শুধুই ভেসে ওঠে স্মৃতির ক্যানভাসে
আর ভুলে যাওয়া সেই মুখগুলো প্রতিনিয়ত
ভীড় করে মনের আঙিনার মধ্যিখানে।