ভালবাসার অদ্ভুত রোগে আক্রান্ত হৃদয় অন্তঃকরণ
এতো  আশ্বাস তবুও বিচলিত মন
তার মাঝে বয়ে চলে "না"-এর বাতাবরণ।
  
এই না"-এর দীর্ঘস্থায়ী ঔষধের বড়ই অভাব  
হয়তো অন্তঃকরণে সদিচ্ছার অভাব  
তবেই তো রোজ রোজ নিরন্তর অপেক্ষায় থাকে
তোমার এক ছোট্ট হ্যাঁয়ের
আর দেখি পাশ কাটিয়ে
উদাসীন নয়নে দিব্যি চলে যাও তুমি
মিথ্যা এক ছোট্ট  হ্যাঁয়ের সান্ত্বনার অপেক্ষায় মন
কাম্য নয় কি?  হ্যাঁ ভাবাটা কি অনুচিত হবে?

এত তো সেদিনই কথার ছলে ছলে বলেছিলে  
হৃদয় ভাঙার সেই পুরানো খেলার মহারথী তুমি
ভালবাসার কাঙালগুলোর ভাঙা হৃদয় নিয়ে
ছিনিমিনি খেলা খুব উপভোগ করো।
খেলাটি বেশ মজার না?

সত্যিই আমি দুঃখিত-অনুতপ্ত
কথা গুলো মনে রাখিনি।