শুণ্যে বলে পূণ্য খোঁজো দু'চোখ বুঁজিয়া বন্ধু
শূণ্যে থেকে বানাও দেখি একটা মহাসিন্ধু!
বিন্দু যাকে বলছো তুমি বলছো ঠিকই নাম
দৈর্ঘ নাহি প্রস্থ নাহি ........আছে তবু দাম!
স্রষ্টা নাহি স্রষ্টা নাহি বলো শুণ্য থেকেই শুরু
দিচ্ছো এমন পাঠ তুমি হে বলি রে কোন গুরু?
কষ্ট দেখো মানুষ কতো পেটটা যাদের শুণ্য
জাদু দিয়ে ভরাও আনো শূণ্য থেকে অন্ন?
শূণ্য পকেট ভরাও দেখি কেমন তুমি পারো
গরীব মানুষ শূণ্য দেবে তুমিও দাও আরাে
শূণ্য শূণ্য দিয়ে তুমি হও পৃথিবীর হীরো
মরার পরে থাকবে পরে সকল তোমার জিরো!
শুণ্যের সাথে শুণ্য দিয়ে বানাও কত থীম!
শূণোর পিছে শূণ্য লিখে পাবে ঘোড়ার ডিম!