কী উঁকি দিয়ে দেখলে তো? আজকেও এনেছি কি না কোন বিষ?
তোমার পাতে বেড়েছি কি না কোন ছাই?!
অথবা বাসি ভাত কোনো!পুরাতন গ্রন্থের কোনো গন্ধ?
আছে কি না আমার এ কবিতায়?
সব সাপ বিষধর নয় তবু পিটিয়েছ ভয়ে আমায়?!
ভেবেছ কোনো সাপ-টাপ হয়ত আমি!
অভিশাপটাও হয়ত অজান্তে রেখেছো যে আমারই ঘাড়ে!
নির্বীষ দারাজ সেও বিপন্ন প্রকৃতিতে আজ!
বিষ নেই ও সাপের ধর্ম তবু কুলোপনা চক্কর!
দেখেছো সাপেরও খামার আছে!
দেখেছো কেমন বিষ দাঁত তুলে নিয়ে
গোখরাকে খেলে বুদ্ধিমান বেদে!
দেখেছো তো কমার্শিয়াল রাজাদের সিদ্ধান্তে
কেমন ফেটে পড়ে পশ্চিমা সাদা আর কালো!
হয়তো দেখেছো উর্দি পড়ে এখনও ফূর্তি করে কিছু বুট?
এখনও হুটহাট মেরে ফেলে উন্নত জাতেরা বজ্জাত মানুষ!?
জানোতো ধর্ম এখনও একটা অনুভুতির নাম?
আঘাত করলে কোথাও না কোথাও কষ্ট তো জমে?
আঘাত করলে প্রতিবাদ প্রতিঘাত হয়ে আসে..!
পৃথিবীতে কেউ দূর্বল নয় বরং শক্তিশালী নিঃশ্বাসে
বড় বড় রাজা বাদশাহ সন্ত্রাসী ডাকু কি সাধু তান্ত্রিক পীর
বিজ্ঞানী চিকিৎসক সবাই বিদায় নেয় ডায়নোসরদের মত বিশালেরাও
আজ পৃথিবীতে নাই! জানোতো সবাই ঐ একটি পথের দিকেই ধাবমান ..
পথের শেষে যে মৃত্যু আছে আমরা শুধু বলি সে আর এক জীবন!!
আমরা কোন দল নই- মত নই -নই কোন আলাদা ধর্ম আমরা কোন ভিন্ন বর্ণও নই..
সবারই মায়ের সাদা দুধ খাওয়ার কথাই ছিলো কিন্তুু আমরা দুধ মার বদলে দিচ্ছি তুলে
অনাগত ভবিষ্যতের মুখে প্রক্রিয়াজাত কৃত্তিমতার স্বাদ
আজ তাই প্রকৃতি ধর্ম ভুলে আছি!! ভুলে গেছি আমরা এক আদমের থেকে…
নেই পৃথিবীতে মানুষের বিভেদ কিছুই .. ...