আর কত প্রতীক্ষা ওগো কবি,
তুমি কবে আসবে, কবে?
তোমার পথ চেয়ে আছে
আম জনতা সবে।
তোমার কবিতার
শিঙায় ফুঁক দিলে
মরা জনতার ভাঙবে যে ঘুম,
ফিরে পাবে প্রাণ তবে,
এসো,
এসো মহাকালের কবি,
তোমাকে আসতেই হবে।
তুমি না এলে জিম্মী জনতা
পাবে কি বল মুক্তি?
তুমি না এলে, মিথ্যে হবে
কালের সকল উক্তি।
তোমাকে আসতেই হবে,
হে যামানার কবি,
এইতো সময়ের যুক্তি।
তোমার আসন এখনো
রয়েছে ফাঁকা
তাই তোমারে
করি আহবান,
তাই তোমারে ডাকা।
তুমি জেঁগে ওঠো, উঠতেই হবে
শোন,
শোন ও আযান,
কি সকরুন সুর
জেঁগে ওঠো,
বেলা গড়িয়েছে বহুদূর ।
তোমার কাজ কি
করিবে ফেরেশতা,
জ্বিন-পরী বা, হুর?
ওঠো, ওঠো জেঁগে
দিগন্তে দেখো
চমকিছে এক নূর!
সকলে দেখ হল যে অধীর,
ওগো মহাকবি,
ওগো মহাবীর,ঘুমিয়োনা আর
ওঠো, দিয়ে তকবির
"আল্লাহু আকবার"...