মানুষের কাছে বিজ্ঞানের দাওয়াত তখনও
খুব বেশি পৌছে নাই হাবলের টেলিস্কোপ
নয় ছিলো কিছু হোবল
কন্যা সন্তানকে জীবন্ত প্রোথিত করাই বিবেক
আর মানবতার ছোবল মদ নারী ফুর্তি আর
অকারণে যুদ্ধ
বীরত্ব সেই অমাবস্যার রাতে
বিলিয়ন ট্রিলিওন ছায়াপথের মহাকাশ
ভ্রমন শেষে দুনিয়ায় এসে পাগল
উপাধি নিয়ে জানালেন তোমার
পড়শির হক মারার ভিতরে কোন
মানব ধর্ম নেই
অসমর্থ হলেও নিদেনপক্ষে বরং
তরকারিতে একটু বেশি ঝোল রেখো
তবু পড়শি যেন তোমার মানবতার
ঘ্রাণ পায়
স্রষ্টাকে নিয়ে নয় বরং স্রষ্টিকে
নিয়ে গবেষণা করো তাতে রয়েছে
মানব কল্যাণ যাতে তোমরা স্রষ্টার
বিজ্ঞানের সুচাগ্র বুঝতে পেরে
নিজের অহমিকা চূর্ণ করতে পারো;
মায়ের পদতলে রেখে দিলেন জান্নাত
আর শ্রমিকের ঘামের দাম দিতে বললেন
শুকানোর আগেই;
জানিয়ে গেলেন তোমাদের প্রত্যেকের
সম্পদে
রয়েছে গরিবের হক যদি সামর্থ্যবান হও
যাকাত দাও;
অসহায় নারী শিশু আর কারো উপাসনালয়ে
আঘাত করবে না কারো মনেও
সর্বাগ্রে তুমি হও শ্রেষ্ঠ চরিত্রের মানুষ
যেন তোমার কর্মে মানুষ ধর্ম চায়;
মানুষের জন্য এসেছে ধর্ম ধর্মের জন্য মানুষ নয়....