মুখস্ত বিদ্যার মত গিলে যাই রপ্ত করতে থাকি
শক্ত কিছু বুলি ভুলি নিজের পরিচয়
আমরাই শ্রেষ্ঠ জীব মানুষ
আমরাই নির্মান করি মানবতার মাপকাঠি
আবার আমরাই তৈরী করি বিভাজন রেখা
মানুষ মানুষের বিভেদ প্রাচীর গড়ে তুলি
আমরাই মিথ্যার মুকুট পড়ি
সত্যের টুটি চেঁপে ধরি....
অথচ আমরাই বলি হর হামেশা
মত প্রকাশের স্বাধীনতা দাও, আবার
আমরাই সন্ত্রাসী জঙ্গীদের ঠেলে দেই
সু্রঙ্গের পথে....
আমরাই ধর্ষক গড়ে তুলি অধুনা
ফিরিঙ্গীর ন্যাংটা পোষাকে
ছেড়ে দেই হাটে বাজারে
পণ্যের মত বিজ্ঞাপনে
সাজিয়ে তুলি স্কুল কলেজ
অফিস আদালত পার্কের ভেতর
যৌনতা ফুটিয়ে তুলি
সুন্দর শিল্প কলায়!
আমাদের উত্তরসূরীদের ইভটিজার
হতে বাধ্য করি অসাধ্য সাধন করি
খিলখিল করে
নির্মম পরিহাসে হেসে উঠি আবার
এই আমরাই মানুষ(?)
আমরাই ধর্মের সুর তুলি
ভাত ও ভোটের বিধান বলি
কাজ শেষে ধর্মের গলায়
ঝুলিয়ে দেই ফাঁসি!!