আমি কে? কেউ নই! তোমরা আছো থাকো!
তোমরাই থেকে যাবে শেষতক তোমরাই জিতে যাবে!
হ্যাঁ, বলছি তবে আমিত্বকে ছিঁড়ে ফেলতেই হয়তো
অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলাম কলম!
তোমারাও মুছে দিতে চাও পৃথিবীতে সকল যুলম
সবখানে! আমি চাইনি ভিন্ন কিছু ভেদাভেদ উঁচু নিচু
জাত পাত সম্প্রদায় এসব নীতি কথা সবাই  জানে!
জীবনে জেনেছি অনেক মানলাম কই কোনখানে?
এখন ও বুকের ভেতর রেখেছি লুকিয়ে উন্নত জীবনের
কোনো ভুল বিষ খই!
এখন ও বিধবারা হয়নি পাক কোনো কুমারের মনে সই!
এখন ও শয়তানের পদাঙ্ক ধরেই করছি অপচয়
আমি ক্ষণে ক্ষণে ঐ!
সময় খাদ্য মেধা অর্থ জ্ঞান সবই খান খান!
আমার কবিতা আজো খোঁজে না আসলে কোনো সমাধান
চাই একটি বিশ্বাস নিজে বদলে যাই………….
তারপর …
পরিবার….. সমাজ... রাষ্ট্র... পৃথিবী ও বদলে যাবে ভাই!
মহাবিশ্বের শুরুর সেই একটি আদি বিন্দুতে চলো আবার ফিরে যাই!
একটি বিশ্বাস এক স্রষ্টার প্রেম আর ভয় বিনে যৌগ মৌল পৃথিবীতে
আর কোনো সমাধান নাই!
একের বিশ্বাস একের কাছ থেকে এসেছিলাম আমরা সবাই আবার
চলে যাবো সেই এক বিশ্বাস বিন্দুতে চলো মিলে যাই!……...
বহুমুখীতা বহুরূপীতা অথবা দ্বিমুখীতা ছেড়ে চলো একমুখী হই...
চলো সবাই একটি শুধুমাত্র একটি আকাশ একটি ছাদের নিচে
একজন স্রষ্টার বিশ্বাসের নিচে যৌগ মহাবিশ্বের আশ্রয় চাই!
সবার সঙ্গে একটি এক আছে এই বিশ্বাসে কারো মর্যাদায়
কোন হ্রাস বৃদ্ধি অথবা কারো কোন ক্ষতি নাই...
জেনে রাখি বন্ধুরা এক বিনে মুক্তি নাই... মুক্তি নাই.... মুক্তি নাই!!!
আর কত বিশ্বাসে করবে ব্যবকলন?
বন্ধুরা আজ এক আর একতার সমাকলন চাই….....





[Say, "He is Allah, [who is] One........Q112:1]