সব কথায় কান দিতে নাই
সবার কানে টান দিতে নাই
মান দিতে নাই জান দিতে নাই
ভুলের পথ বাম দিকে ভাই
বাম দিকে তে নাম দিতে নাই
ডান দিকে তে আমরা সবাই
ডানেই জীবন হোক না জবাই
ডানের সত্য দানের ভেতর
গরীব দুঃখী আপন সে তোর
দুয়ারে দাড়ায় ভিখারী তো নয়
স্রষ্টার কোন প্রতিনিধি হয়
হতাশ করে না স্রষ্টার ভয়
পাবেই পাবে দু’ কালেই জয় ।