আমি গেছি বহুদুর আমাদের পৃথিবীতে
আছে যত দুর
কোথাও পাই নি খুঁজে কোরআনের মত এত
সুমধুর সুর
রমযানে এ কুরাআন পাঠে পাঠে অফুরান
আলয়ে আলয়ে
কোরআন মধুর ওরে খামতি পাই না সুরে
যে পড়ে যে লয়ে ।
কোরআন এমন দামি শুনে ভুলি ব্যথা আমি
ভুলি সব শোক
প্রভুর ঐশি বাণী অন্ধ হৃদয়ে জানি
খুলে দেয় চোখ
অনেক কিছুই ভালো কোরআনের মত ভালো
আর ভালো নাই
যতদিন বাঁচি আমি ওগো অন্তর্যামী
যেন আলো পাই
এমন পরম জ্ঞান এমন পরম ধ্যান
চাই শুধু চাই..
সকল সে সমাধান দিয়ে যায় যে কুরাআন
ফিরি তার কাছে
একজন তিনি সব তোমার আমার রব
চলি তার কাছে
আজ ফিরি তার কাছে...