নিরেপেক্ষতার সন্ধানে আমি
ভিন্ন ভিন্ন মতাদর্শে নামি
ঘেঁঁটে ঘুটে দিবস যামি
খুঁজে পাই সত্য একটাই
পৃথিবীতে 'নিরেপেক্ষ' বলতে কিছু নাই
নিদেনপক্ষে নিরেপেক্ষ খন্ড খন্ড যারা ছিলো
তারাও এসে জমা হলো এক দলে
তারাও 'তৃতীয় পক্ষ' হলো ভাই
সত্যের পক্ষে কেউ নাই!!
আপন স্বার্থে আঘাত এলেই
নিরেপেক্ষতা চলে যায়...

আবার
সত্যের গন্ধ পেলেই কিছু মিথ্যা এসে
তার পিছু লাগা চাই...তার গলা টেপা চাই..
বিতর্কিত করা চাই..কলংকিত করা চাই..
নইলে শান্তি নাই..তাদের শান্তি নাই!!
তুমি লেজ কাটিয়াছ বলে বন্ধু কি
আমার লেজ থাকা অন্যায়..?????



( পৃথিবীতে আমরা যে সব সত্য বলিয়া জানি তাহার বেশিরভাগই আপেক্ষিক সত্য ।স্থান কাল পাত্র ও সময় ভেদে তাহারা ভিন্ন রূপে ধরা দেয়। আপাতভাবে সাদা চোখে ডাক্তার যখন রোগীর আরোগ্যলাভ এর উদ্দেশ্যে কাউকে (অপারেশনের সময়) কাটা কাটি করিয়া থাকেন তাহা কসাই কসাই মনে হইলেও পরক্ষণেই তাহা আরামদায়ক হইয়া ওঠে!
তাই পরম ও চরম সত্যের রূপ আমাদের চিনিতে কষ্ট হয়,এক রূপ ধাঁধা বলিয়া পরিগণিত হয়..)