আমার কবিতার শব্দেরা শুয়ে আছে সটান প্রায়!
তারা বারবার শুধু ধাক্কা খায় হোচট খায়....
গালমন্দ পায়...
মানুষের চোখে আজ
সন্দেহ বেশি জন্ম নিয়ে ভেজালের পেটে
আসলকে আমাদের নকলই মনে হবে
যদি বা দেখি চেটে পুটে!
ওদেরই বা দোষটা কোথায়
দধি দেখলেও যে আজ লাগছে বড়ই ভয়!
জানি চুন খেয়ে খেয়ে পুড়ে পুড়ে
হয়েছে মুখে শুধু ক্ষয়!
ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘে লাগে ডর!
এমনি সময় চলছে আজ দুঃসহ পৃথিবীর 'পর!
সত্য শুনলেও মনে তাই
কেবলি ক্ষণে ক্ষণে খটকা ভাসে
কি যে হাইব্রিড কবিতা সব
একাকার....
সত্য মিথ্যা মিলে মিশে!.....