স্বাধীনতার কাঁধে স্বৈরাচার
জনতার বুকে জগদ্দল পাথর
প্রহসনের পালাবদলের মঞ্চে
বিজয়ের আড়ম্বর
সাধের স্বাধীনতার বিস্বাদ তৃপ্তি।
গনতন্ত্রের গালে ঢাউস চড়
সংবিধানে ঘন ঘন অস্ত্রপচার
আমাদের ভাগ্যে লেখা
কিল ঘুষি আর লাথি.......
লুকানো কষ্টের গায়ে
এগিয়ে যাবার প্রলেপ
আমাদের জোর বলাৎকার
ছেচল্লিশে দিয়েছে পা.....