তুমি আগুন দিলে
আমি প্রেমের ফাগুন দিব
তুমি দিলে ব্যাথা
বলব ভালবাসার কথা
তুমি রাঙালে চোখ
আমার নেই কোন শোঁক।
আমি গাল পেতে দেই
যদি মার তুমি চড়।
তুমি ঠেললে দূরেও
আমি ভাববনা পর।
দুষ্টু পথে খারাপ পথে
সবাই তোমায় দিচ্ছে
এক ঝাঁকি
সময়টা হায় ফুরিয়ে গেলে
বুঝবে এ সব ফাঁকি।
এখনই ফিরে আসো বন্ধু
পথতো তোমার অনেক বাকি।
আমিই কেবল প্রভুর দিকে
সত্য পথে তোমায় ডাকি ...