আমার ভেতরের যে আমি দাড়িয়ে আছি
চোখে চকচকে স্বপ্ন কাধে আসমান
ভেতরের অহমিকা যদি উঁকি মারে
চুপিসারে যদি হাটি হাটি পা পা করে
এগুতে থাকে আমার দিকে গর্ব
তবে খর্ব করে দিও প্রভূ।
আমার আমিত্বকে মুছে দিও নিমিষে
যেন আমি দাড়াতে পারি নত শিরে
তোমারি সমুখে; আমি যেন মানুষের
কাতারে গিয়ে দাড়াতে পারি প্রভূ।
ইবলিশের অহংকার যেন
কোনভাবেই ছু`তে না পারে আমায়;
সহজ সরল পথ থেকে যেন
ছিটকে না পড়ি আমি প্রভূূ
কভু কোনদিন।