অপ্রিয় সত্য বলতে গেলেই
কবিতা আমার ছিড়ে খাবে জানি ঘাতকের দাঁত
আর ছিন্ন শিরোনাম ছিটকে পড়বে নিমিষে
দিনরাত চলবে কারো ভয়ানক আহ্লাদ
আমাকে জাপটে ধরার কৌশল
চলবে স্নায়ুতে উত্তেজনা
ফেটে পড়বে
গতরে
কারো
কারো
চোঁখের
কোটর থেকে
বেড়িয়ে আসবে
এক হাত যমের মত
ধারালো আর খসখসে হিংসুক
জিহ্বার লিকলিকে বিষাক্ত ফণা ফুলে
উঠবে ভোগবাদী বস্তুবাদী সভ্যতার তিমির ভরা
তিমির বিশাল চোয়াল!
তাই বলে সত্য কি
সত্যিই
থেমে
থাকে
বল?