ভোঁরের আলোতে নিষিক্ত হয়ে ওঠা অপত্য সময়
ক্রমেই পরিপূর্ণ এক দিবসে রুপান্তরিত হয়
চারিদিকে এত আলো তবু অন্ধকার অার অবক্ষয়
তবু দিনের আলোতেই ইজ্জত চুরি হয়
বিবেক ধর্ষিত হয় অহরহ সভ্যতার নামে!
তবু আমাদের সমাজের মানুষ বিক্রি হয়
খুবই অল্প দামে!
নামে মাত্র মুল্যে আমাদের ঈমান কিনে নেয়
কিছু অতি পরিচিত নীরব বেঈমান শত্রু।
আমরা কয়েকটি চটকদার লেকচার শুনেই
বিকিয়ে দিয়ে আসি আমাদের বোধ
আমাদের আদর্শ জলাঞ্জলি দেই ন্যাংটার পায়ে!