বসন্তের বাতাস বইছে বহুরূপী মানুষের মনে
তাই আমারো ভাঙলো ঘুম দেখবো বলে
আকাশের রঙ আর ফুল পাখিদের ধুম
হঠাৎ বসন্তের রঙ চাঙা করে খবর পেলুম
অতি নারীবাদী মানবতার মহান পুরুষ
বিচারপতি সিক্রীর সুবচন; শুনলাম
অাপন স্ত্রি আর কণ্যার যৌন স্বাধীনতার বেশ
সুন্দর বাণী।

একজন মহান বিচারপতির বিচক্ষণতায়
আৎকে উঠলুম নির্বাক হয়ে থমকে গেলুম!
নারীর শরীরে শুধুই নারীরই অধিকার!
বড়ই সত্যে বাণী!
শুধুই স্বামীর সঙ্গে কেন? যাকে ভাল লাগে
তার সঙ্গেই নারীদের মিলিত হবার অধিকার আছে!
অতপর বুঝলাম বিকৃত বসন্তের বাতাস লেগেছে তবে
শিক্ষিত সাধু এ কে সিক্রীর গায়ে!!!