এ দেহের রক্ত ঝরে ঝরে খোদা
যদি হয়ে যাই নিষ্প্রাণ
তবু প্রভূ গো ঝান্ডা তোমার
ঊর্ধে তুলিতে দেবনা পিছুটান।।
কালিমা তোমার মুখে লয়ে দামি
ছুটিব প্রয়োজনে একাকি আমি
যদি শহীদ হয়ে যায় সহযোদ্ধারা
দেখি ফাঁকা ময়দান।।
যদি হেরে যাই তবু ভাঙবনা বুক
হারাবনা ধৈর্য যত বিপদই আসুক
বাতিলের ভয়ে পালাবনা কভু
গাইতে সত্যের জয়গান।।