সবখানে বিব্রত বিবেক
সবখানে বিষম বিভ্রাট
চলছে কাকতালীয় কেচ্ছার প্রসার
বিমুগ্ধ হয়ে শুনছে সবাই তাই
মরছে ভাইয়ের হাতে ভাই।
কুহকের হাতছানি
কুলাঙ্গার লুফে নিয়ে
বেমালুম পুড়িয়ে দিচ্ছে শান্তির ঘর
চারিদিকে হিংসার থাবার আঁচড়।
আমরা নিরব শুধু দর্শক
অট্র হাসে বিবেক ধর্ষক
রক্তচোষা বাঁদুরেরা উল্লাস করে আজ
মুল্যবোধ ছিঁড়ে খায় দাঁতাল কুকুর।