বন্ধু তোমার কবিতা দারুন জিভে আনে জল
বন্ধু তোমার কবিতার ভাব গভীর ও অতল!
বন্ধু তোমার কবিতার রস বইছে বিশ্বময়
বন্ধু তোমার কাছে মহাকবিও কিচ্ছু নয়!
বন্ধু তোমার অনেক সুনাম দেশ ও বিদেশে
তোমার কথা ছুঁটছে জানি সবার মুখে মুখে
তবু বলি বন্ধু তোমার কলমটা কি সাদা?
কালো কালি লিখুক ভালো নেইতো তাতে বাঁধা...